বাগেরহাটে বিদেশি পিস্তলসহ মো. নয়ন কাজী (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার মুক্ষাইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. নয়ন কাজী মুক্ষাইট এলাকার মো. আব্দুল মজিদ কাজীর ছেলে। তার বিরুদ্ধে বিস্ফোরক, চুরি ও অস্ত্র মামলাসহ নয়টি মামলা রয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক (এসআই) এস এম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার নামে অস্ত্র আইনে মামলা দেওয়া হবে।
আরএইচ/জিকেএস