দিনাজপুরের বিরামপুরে ভ্যানের পাটাতনের নিচে বিশেষ কায়দায় গাঁজা পাচারের অভিযোগে আব্দুল জলিল (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের কুচিয়া মোড় থেকে খানপুর বাজারগামী পাকা রাস্তার মধ্যবর্তী স্থান থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুল জলিল উপজেলার কৃষ্ণবাটি এলাকার মনছের আলীর ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলী জানান, দুপুরে বিশেষ অভিযানে আব্দুল জলিলের ব্যাটারিচালিত ভ্যানে তল্লাশি চালানো হয়। এসময় ভ্যানের কাঠের পাটাতনের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় এক কেজি গাঁজা জব্দ করা হয়। গাঁজাগুলো লাল পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। পরে মাদক মামলায় আব্দুল জলিলকে গ্রেফতার দেখানো হয়।
মাহাবুর রহমান/এসআর/এএসএম