দেশজুড়ে

কয়েলের আগুনে গোয়ালঘর পুড়ে ছাই

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কয়েলের আগুনে একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়েছে। মারা গেছে গরু-ছাগল-হাঁস। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মোবারকপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের খাইরুল ইসলামের বসতবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

খাইরুল ইসলাম বলেন, সকালে আমার গোয়ালঘরে আগুন লেগে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে মসজিদের মাইকে খবর দিয়ে লোকজন ডাকা হয়। পরে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে তিনটি উন্নত জাতের গরু, তিনটি ছাগল ও সাতটি হাঁস পুড়ে মারা যায়। বাড়ির বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে এ দুর্ঘটনা ঘটেছে।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা আসতে দেরি করায় আমার এত বড় ক্ষতি হয়ে গেলো। আমার তিনটি বিদেশি উন্নত জাতের গরু ছিল। এদের দুধ বিক্রি করে সংসার চলতো। এখন আমি কী দিয়ে সংসার চালাবো?’

শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা কাদেরী কিবরিয়া বলেন, অগ্নিকাণ্ডের যে সময় খবর পেয়েছিলাম তখন আমাদের ইউনিট অন্য একটি স্থানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। তাই সেখানে টিম পাঠাতে পারিনি।

সোহান মাহমুদ/এসআর/এএসএম