সিলেটের সুরমা নদীর পাড়ে বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের হাত-পা বাঁধা ছিল। নাকে-মুখে আঘাতের চিহ্নও রয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বরইকান্দি গ্রামের সুরমা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বরইকান্দির টেকনিক্যাল রোডের মেসার্স ইমরান চায়না অটো রাইস মিলের সামনে নদীর পাড়ে মরদেহটি পড়ে ছিল। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মরদেহ পচে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ফেলে গেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
ছামির মাহমুদ/এসআর/এএসএম