সরকার জনগণের মালিকানা ছিনিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ৭১ সালে মুক্তি-সংগ্রামের মধ্যদিয়ে অর্জিত এ দেশ। বর্তমান সরকার জনগণের সব অধিকার খর্ব করেছে। জনগণ সব অধিকার থেকে বঞ্চিত।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের কাজির দেউড়ি সংলগ্ন নাসিমন ভবন চত্বরে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ১০ দফা দিয়েছে। ২৭ দফার ভিত্তিতে রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা দিয়েছে। এ সরকারের অধীনে কোনো নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এ সরকারের নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না। দেশের মানুষ এ সরকারের পতন চায়। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো। সরকারের পতনের মাধ্যমে জনগণের বিজয় সুনিশ্চিত হবে।
আরও পড়ুন>> জনগণের কাছে বিএনপির পতন হয়ে গেছে: তথ্যমন্ত্রী
এই সাবেক মন্ত্রী বলেন, ভাষা আন্দোলন শুধু ভাষার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ৪৮ সাল থেকেই তৎকালীন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে দেশের মানুষ আন্দোলন শুরু করে। এরপর থেকে রাষ্ট্রভাষা বাংলা করার জন্য আন্দোলন তীব্র থেকে তীব্র হয়। পরে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের চূড়ান্ত আন্দোলনকে থামানোর জন্য পাক-হানাদার বাহিনী একুশে ফেব্রুয়ারি ভাষা সৈনিকদের ওপর গুলিবর্ষণ করে। এতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকেই প্রাণ হারান। আজ আমরা তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছি। বাঙালি জাতি হিসেবে এটা অত্যন্ত গর্বের বিষয়। বিশ্বের কোনো দেশ নেই যাদের ভাষা প্রতিষ্ঠা করার জন্য প্রাণ দিতে হয়েছে। একমাত্র বাঙালি জাতিকে ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে।
এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, ৫২’র ভাষা আন্দোলন, ৭১’র স্বাধীনতাযুদ্ধ, ৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১/১১ মঈন-ফখরুদ্দিন সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, সর্বোপরি বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন- সবকিছুর মূলমন্ত্র জনগণের অধিকার আদায়ের আন্দোলন। আমার অধিকার আমার দেশ, সে অধিকার আদায়ের জন্য আমরা সংগ্রাম করছি। ৫২ সালে আমারা ভাষার জন্য সংগ্রাম করেছি, ৭১ সালে আমারা মুক্তিযুদ্ধ করেছি মানুষের সাম্য, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধর মাধ্যমে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, স্বাধীনতাপরবর্তী সে কাঙ্ক্ষিত সুফল জনগণ এখনো পায়নি। আজকে আমরা রাষ্ট্র মেরামতের ২৭টি প্রস্তাবনার কথা বলছি, রেইনবো নেশনের কথা বলছি। এটি বাংলাদেশি জাতীয়তাবাদের মডার্ন সংস্করণ।
আরও পড়ুন>> এবার আওয়ামী লীগের পার পাওয়ার কোনো পথ নেই: দুদু
ডা. শাহাদাত হোসনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সমাবেশ কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, পেশাজীবী নেতা অ্যাডভোকেট এসএম বদরুল আনোয়ার, ড. সিদ্দিক আহমেদ, ডা. খুরশিদ জামিলসহ অন্যরা বক্তব্য রাখেন।
ইকবাল হোসেন/ইএ/এএসএম