দেশজুড়ে

ভটভটি উল্টে প্রাণ গেলো চালকের

জয়পুরহাটের কালাই উপজেলার মাছ নিয়ে যাওয়ার পথে ভটভটি উল্টে চালক নিহত হয়েছেন। এ সময় এক মৎস্যচাষি আহত হন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সাঁতার-কুসুমসাড়া ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মোমিন (৪০) উপজেলার হাতিয়ার গ্রামের মৃত. কফির উদ্দিনের ছেলে।

আহত মৎস্যচাষি মোস্তাফিজুর রহমান মোস্ত (৫৫) একই গ্রামের মৃত আ. রশীদের ছেলে। তাকে কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, স্থানীয়রা মরদেহ উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে। অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

রাশেদুজ্জামান/এসজে/এএসএম