দেশজুড়ে

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো শিশুর

ফরিদপুরের নগরকান্দায় স্কুলে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডাঙ্গি ইউনিয়নের বাশাগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মীম আক্তার (৭)। সে বাশাগাড়ী গ্রামের মো. উজ্জ্বল শিকদারের মেয়ে ও স্থানীয় শ্রীঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মীম আক্তার বাড়ি থেকে রেললাইনের পাশ দিয়ে স্কুলে যাচ্ছিল। এ সময় রাজবাড়ীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লেগে পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয় মীম।

মীমের বাবা উজ্জ্বল শিকদার জাগো নিউজকে বলেন, আমার মেয়ে বাক-শ্রবণ প্রতিবন্ধী। রেললাইনের পাশ দিয়ে হেটে স্কুলে যাওয়ার সময় ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় আমার মেয়েটা মারা গেল।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শম্ভু নাথ বসু জাগো নিউজকে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম