জাতীয়

ইসলামী আন্দোলনের সমাবেশ শুরু

জুমার নামাজের পর সমাবেশ শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বায়তুল মোকাররমের উত্তর গেটে হাউজবিল্ডিং রোডে তাদের এই সমাবেশ শুরু হয়েছে। পবিত্র হজ ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর সর্বোচ্চ শাস্তি দাবি এবং ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তিকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করার দাবিতে এ সমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।এর আগে পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত রাস্তায় অবস্থান নেয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। ওই রাস্তায় তারা জুমার নামাজ আদায় করেছেন। এদিকে সমাবেশকে ব্যাপক নিরাপত্তা নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।পল্টন থানার ওসি সানোয়ার হোসেন জানান, প্রেসক্লাবে সমাবেশ করার কথা থাকলেও তারা পল্টন মোড় দখল নিয়েছেন। প্রশাসন প্রেসক্লাবে সমাবেশের অনুমতি দেয়নি বলেও জানান তিনি। ওসি জানান, ইসলামী আন্দোলনের কর্মীরা পল্টন মোড়ে সমাবেশ করলে তাদের কোনও বাধা দেওয়া হবে না। তবে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সাজোয়াঁ যান ও জলকামান নিয়ে সতর্কাবস্থানে রয়েছে।