দেশজুড়ে

না.গঞ্জে হত্যা মামলায় বিএনপির ২২ নেতাকর্মী কারাগারে

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যুবলীগ নেতা আমজাদ হোসেন মোল্লা হত্যা মামলায় বিএনপির ২২ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।নারায়ণগঞ্জ কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।  বিএনপির নেতাকর্মীরা হলেন, সালাউদ্দীন আহম্মেদ, ইকবাল হোসেন, নাঈম, মামুন, পাপ্পু, রবিন, নজরুল ইসলাম, আল-আমিন, খোকন, শাহিন, নয়ন, হাসিব, সোহেল, কামাল হোসেন, রনি, আরজিন, সাজ্জাদ হোসেন ওরফে আতাউর মেম্বার, আব্দুর গাফফার, জামাল ড্রাইভার, পারভেজ, বেলায়েত হোসেন ও রাজীব। আসামীপক্ষের আইনজীবী অ্যাড. সোলেমান মিয়া পারুল বলেন, আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। রাজনৈতিক দলের নেতাকর্মী হওয়ায় রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এ মামলার আসামি করা হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ নভেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় যুবলীগ কর্মী আমজাদ হোসেন মোল্লাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুসহ ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১২ জনকে আসামি করে মামলা দায়ের করেছিলেন। শাহাদাত হোসেন/এআরএ/এবিএস