দেশজুড়ে

জয়পুরহাটে বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত

জয়পুরহাটে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তার নাম ফারুক হোসেন (৩৫)। এসময় অটোরিকশাচালক গুরুতর আহত হন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার পুরানাপৈল এলাকার গতনশহর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ফারুক হোসেন পাঁচবিবি উপজেলার আটাপুর গলাকাটা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। আহত অটোরিকশাচালকের নাম বাবু হোসেন (৩২)। তিনি ওই এলাকার মৃত কোব্বাত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানানয়, উপজেলার জয়পুরহাট-পাঁচবিবি সড়কের গতনশহর এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস পাঁচবিবি যাওয়ার পথে আলুবোঝাই অটোরিকশাকে ধাক্কায় দেয়। এতে ফারুক হোসেন ঘটনাস্থলে মারা যান। আহত চালককে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস রেখে চালক-সহকারী পালিয়ে যান।

রাশেদুজ্জামান/আরএইচ/এএসএম