চট্টগ্রাম অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক ফেরদৌস শিপনের উপন্যাস ‘উল্টোদিকে ব্যালকনি’। বইটি প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী।
চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে আয়োজিত বইমেলায় দাঁড়িকমা’র ৩৯-৪০নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম প্রেসক্লাবের ৩-৪নং স্টলেও পাওয়া যাচ্ছে এটি।
লেখক সাংবাদিক ফেরদৌস শিপনের জন্ম চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠানালা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। লেখালেখি ছাড়াও তিনি পেশাদার সাংবাদিকতায় জড়িত। চট্টগ্রামের বহুল প্রচারিত ও স্বাধীন বাংলাদেশের প্রথম দৈনিক আজাদী পত্রিকায় তিনি সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন ৮ বছরের বেশি সময়। এর আগে দৈনিক ডেসটিনি, দৈনিক যুগান্তরে কাজ করেছেন তিনি। এছাড়াও এশিয়ান টেলিভিশনে চট্টগ্রামের বিভাগীয় বার্তা প্রধানের কাজ করেছেন। বর্তমানে বাংলাধারা নামের একটি নিবন্ধিত অনলাইন পত্রিকার সম্পাদক তিনি।
আরও পড়ুন>> চট্টগ্রামে বইমেলায় কামরুল হাসান বাদলের ‘স্বকালচিত্র’
লেখক জানিয়েছেন, মাদক সমাজের জন্য, দেশের জন্য, জাতীর জন্য ক্ষতিকর। মাদক যেমন একটি জীবন ক্ষতি করে, তেমনি একটি পরিবার, একটা দেশের ক্ষতি করে ফেলে। মাদক বহন, সেবন আর মাদকের বিরুদ্ধে লেখা সবই বিপজ্জনক। ‘উল্টোদিকে ব্যালকনি’ উপন্যাসে তুলে তেমনই একটি রোমান্টিক ও লোমহর্ষক কাহিনী তুলে ধরা হয়েছে।
ইকবাল হোসেন/ইএ/জিকেএস