চট্টগ্রামে বইমেলায় কামরুল হাসান বাদলের ‘স্বকালচিত্র’

লেখক ও সাংবাদিক কামরুল হাসান বাদলের প্রবন্ধগ্রন্থ ‘স্বকালচিত্র’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে অক্ষরবৃত্ত প্রকাশনী। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে আয়োজিত বইমেলার ২০ ও ২১নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবের ৩ ও ৪নং স্টলেও মিলছে বইটি।
১৯৬১ সালের ৬ এপ্রিল চট্টগ্রামের রাউজান উপজেলার দক্ষিণ গহিরা গ্রামের সম্ভ্রান্ত মীর বাড়িতে জন্ম কামরুল হাসান বাদলের। তিনি একাধারে কবি, ছড়াকার, কলাম লেখক, টেলিভিশন উপস্থাপক ও গ্রন্থনাকারী এবং সাংস্কৃতিক সংগঠক। তিনি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ শ্রেণির উপস্থাপক ও গ্রন্থনাকারী।
তার মূল পেশা সাংবাদিকতা। নব্বইয়ের দশক থেকে তিনি লেখালেখিতে জড়িয়ে পড়েন। তার প্রথম প্রকাশিত রাজনৈতিক ছড়ার বই ‘ভাগ রাজাকার’ প্রকাশিত হয় ১৯৯২ সালে। এরইমধ্যে তার এক ডজনের বেশি বই প্রকাশিত হয়েছে। কামরুল হাসান বাদল বিডিনিউজ২৪.কম, দৈনিক আজাদী, দৈনিক পূর্বদেশ পত্রিকায় নিয়মিত কলাম লেখেন।
তার লেখার বিষয় দেশ, দেশের মানুষ, সমকালীন রাজনীতি ও সমাজ। ভাবনাকে তিনি তুলে ধরেন অকাট্য যুক্তিতে, ইতিহাসকে টেনে আনেন শিক্ষার মাধ্যম হিসেবে। তার গদ্য সাবলীল ও সুন্দর। সর্বশেষ প্রকাশিত নির্বাচিত কলামের বই ‘স্বকালচিত্র’ তারই একটি।
তার প্রকাশিত বইগুলো হলো- ‘ভাগ রাজাকার’, ‘হঠাও রাজাকার’, ‘ছড়ার হাটে ছড়ার মাঠে’, ‘কাকবন্ধু আর লকডাউন’, ‘চিড়িয়াখানায় সারা’, ‘একদিন জ্যোৎস্নার স্পর্ধায়’, ‘ধূপদেশে স্বর্ণচূড়া’, ‘জিরাফের মতো দুপুরগুলো’, নির্বাচিত কলাম’, ‘মুক্তির প্রবক্তা শেখ মুজিব’, ‘শেখ হাসিনার সরকার আবার কেন দরকার’ ও ‘যুদ্ধাপরাধীদের বিচার কেন চাই’।
ইকবাল হোসেন/এএএইচ/এমএস