বইমেলার শেষ দিনে এসেছে ফারুক আফিনদীর প্রথম কাব্যগ্রন্থ ‘হিম নাকি তাপিত রে মন’। দীর্ঘ প্রায় ১৬ বছর পর প্রথম বই প্রকাশ হলো শূন্য দশকের একদম শুরু থেকে অবিরাম লিখে চলা এ কবির। বইটি প্রকাশ করেছে সাউন্ডবাংলা (৩৩, তোপখানা রোড, (নিচ তলা, ৭/এ)। পরিবেশক রাতুল গ্রন্থপ্রকাশ ও অন্যধারা প্রকাশন। দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন সঞ্জয় দে রিপন। বইটির মূল্য ধরা হয়েছে ১২০ টাকা। এনএফ/এবিএস