দেশজুড়ে

মিষ্টির প্যাকেটে ৯টি ককটেল

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টির প্যাকেটে সুকৌশলে লুকিয়ে রাখা ৯টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সোয়া ৯টার দিকে সদর উপজেলার নয়নপুর এলাকার এক ফার্মেসি থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফার্মেসির মালিক শওকত আলীকে (৫৫) আটক করেছে পুলিশ।আটক শওকত নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে। সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়নপুর এলাকার একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে একটি মিষ্টি প্যাকেটে সুকৌশলে লুকিয়ে রাখা ৯টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শওকত আলীকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/এবিএস