দেশজুড়ে

ভুট্টাক্ষেতে মিললো ১৬ হাতবোমা

শরীয়তপুরের জাজিরায় একটি ভুট্টাক্ষেত থেকে ১৬টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। হাতবোমাগুলো দুই বালতিতে রাখা ছিল।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে উপজেলার দুর্বাডাঙ্গা বাজারের পাশে ভুট্টাক্ষেত থেকে এগুলো উদ্ধার করে জাজিরা থানাপুলিশ।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুটি বালতিতে চালের কুঁড়ার মধ্যে বোমাগুলো রাখা ছিল। খবর পেয়ে এগুলো উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।

এসআর/এমএস