আমেরিকাকে টপকে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে চীন। আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ এ কথা জানিয়েছে। বিশ্বের অর্থনৈতিক শক্তি সম্পর্কে ক্রয় শক্তি সমতা বা পারচেজিং পাওয়ার প্যারিটির (পিপিপি) ভিত্তিতে আইএমএফ সর্বশেষ যে প্রতিবেদন দিয়েছে তাতে এ তথ্য ওঠে এসেছে। বিশ্বের অর্থনৈতিক ক্ষেত্রেও আমেরিকার কর্তৃত্বের অবসান ঘটছে এবং এ হিসাবের মধ্য দিয়ে তারই নিশ্চিত আভাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এতে বলা হয়েছে, ২০১৪ সালের শেষ দিকে চীনের উৎপাদনের মূল্য ১৭.৬ ট্রিলিয়ন ডলার এবং আমেরিকার মূল্য ১৭.৪ ট্রিলিয়ন ডলারের দাঁড়াবে। এদিকে, দৈনিক ফিনান্সিয়াল টাইমস বলেছে, চীনের প্রবৃদ্ধির অর্থ দাঁড়াচ্ছে- পিপিপি’র ভিত্তিতে দেশটি বিশ্ব অর্থনীতির ১৬. ৫ শতাংশের মালিক অন্যদিকে আমেরিকা হলো ১৬. ৩ শতাংশের মালিক। ১৮৭২ সালে ব্রিটেনকে টপকে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছিল আমেরিকা। আমেরিকা প্রায় ১৫০ বছর বিশ্বের শীর্ষ অর্থনীতির অবস্থান ধরে রাখতে পারলেও শেষ পর্যন্ত তা খোয়াতে হলো চীনের কাছে।