ফেনীতে মাদক মামলায় আব্দুল মান্নান (২৮) নামে এক কারবারির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর অতিরিক্ত দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা আব্দুল মান্নান ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর পাটোয়ারী বাড়ির মৃত আবু আহাম্মদের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৬ আগস্ট রাতে ফেনীর ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর বিডিআর সড়কে ২৫ বোতল ফেনসিডিলসহ মান্নানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা হয়। ছাগলনাইয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলম ২০১২ সালের ৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন।
আদালতের সিনিয়র সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট দ্বিজেন্দ্র কুমার কংশ বনিক জাগো নিউজকে বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মান্নান রায় ঘোষণার সময় অনুপস্থিত ছিলেন। তিনি যখন আদালতে আত্মসমর্পণ করবেন অথবা গ্রেফতার হবেন তখন থেকে তার সাজা কার্যকর হবে।
আবদুল্লাহ আল-মামুন/এসজে/এমএস