দেশজুড়ে

পদ্মায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বালু উত্তোলনের দায়ে চারজনকে একমাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ মার্চ) সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে ওয়াসিম (২৮), নরেন্দ্রপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে সাহাবুল হোসেন (২৭), শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গ্রামের সম্ভু আলির ছেলে রাজু (৩৪) ও নারায়ণপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে মেহেদী হোসেন (২৩)।

সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে এলে তাদের একমাস করে কারাদণ্ড দেওয়া হয়।

সোহান মাহমুদ/আরএইচ/জিকেএস