জাতীয়

লোহাগাড়ায় অস্ত্রসহ ৪ যুবক গ্রেফতার

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্র ও গুলিসহ চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিনগত রাত পৌনে ১২টার দিকে আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোয়াং নাথপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, নাথপাড়া গ্রামের মৃত সুনীল কুমার নাথের দুই ছেলে বিশ্বজিৎ নাথ শিবু (৪৩), রাজিব নাথ (৩০), চট্টগ্রাম মহানগরীর পাাঁচলাইশ থানাধীন পশ্চিম ষোলশহর নাজির পাড়া এলাকার মানিক রঞ্জন নাথের ছেলে অভিরাম নাথ (৩১) এবং কক্সবাজারের চকরিয়া থানাধীন দুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামের মিলন চন্দ্র নাথের ছেলে শংকর নাথ (৪৩)।

তাদের হেফাজত থেকে পুলিশ দুটি দেশীয় তৈরি এলজি, ২৩ রাউন্ড কার্তুজ, এক রাউন্ড পিস্তলের গুলি এবং ৯১ রাউন্ড রিভলবারের গুলি উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি গ্রেফতার বিশ্বজিৎ ও রাজিবদের সঙ্গে প্রতিবেশী তপন নাথের পরিবারের বিরোধ চলে আসছিল। মূলত প্রতিবেশীদের ওপর হামলার উদ্দেশে তারা এসব অস্ত্র মজুত করেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ বিষয়ে গ্রেফতার চারজনসহ সাতজনকে এজাহারনামীয় করে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন/এমকেআর/এএসএম