খেলাধুলা

অক্টোবরে মারে-সিয়ার্সের বিয়ে

দীর্ঘদিনের বান্ধবী কিম সিয়ার্সের সঙ্গে বাগদান সম্পন্ন হওয়ার পর বিয়ের দিনক্ষণ নির্ধারণ করেছেন টেনিস তারকা এ্যান্ডি মারে। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ছয় নাম্বার তারকা মারের মা জোর্ডি মারে জানিয়েছেন, আগামী বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে মারে ও সিয়ার্সের বিয়ে।দুই পরিবারের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে সম্প্রতি মারে ও সিয়ার্সের বাগদান অনুষ্ঠান হলেও বিয়ের তারিখ ঘোষণা করতে রাজি হয়নি কোনো পক্ষ। তবে বিষয়টি বেশিক্ষণ চেপে রাখতে পারেননি মারের মা। তাই দ্য ডেইলি মিররকে জানিয়ে দিয়েছেন পুত্রের বিয়ের তারিখ।মারের বিয়ের তারিখ সম্পর্কে জোর্ডি মারে বলেছেন, মারে ও সিয়ার্সের বিবাহ অনুষ্ঠিত হবে আগামী বছরের অক্টোবরে।উল্লেখ্য, ২০০৫ সালে ইউএস ওপেনের টুর্নামেন্টে পরিচয় হওয়ার পর প্রেম। আর দীর্ঘদিন মন দেওয়া-নেওয়ার পর অবশেষে জীবনসঙ্গী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।