চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে চারটি গরু ও দুটি ছাগল মারা গেছে। বৃহস্পতিবার (২ মার্চ) ভোরে উপজেলার নাটুদা ইউনিয়নের বোয়ালমারী পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, কৃষক জহিরুল ইসলাম মশার উপদ্রব থেকে রক্ষা পেতে প্রতিদিনের মতো গোয়াল ঘরে মশার কয়েল জ্বালান। তার ধারণা কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
কৃষক জহিরুল বলেন, চাষাবাদ করে ছয় সদস্যের পরিবার নিয়ে অভাবের সংসার আমার। আগুনে চারটি গরু ও দুটি ছাগল হারিয়ে আমি এখন সিঃস্ব। বিভিন্ন এনজিওতে থাকা ঋণ এখন আমি কী করে শোধ করবো?’
নাটুদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, আগুনে কৃষক জহিরুল ইসলামের গোয়াল ঘরের থাকা গরু-ছাগল মারা গেছে। আমি সাধ্যমতো তাকে সহযোগিতার চেষ্টা করবো।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা মিতা জাগো নিউজকে বলেন, কৃষক জহিরুলের গরুগুলো পুড়ে মারা যাওয়ায় অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে শুনেছি। এ অবস্থায় তার সহযোগিতা প্রয়োজন। লিখিত আবেদন করলে আমার প্রয়োজনীয় সব সহযোগিতার চেষ্টা করবো।
এসজে/জিকেএস