গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কেকৈ কাশদহ গ্রামের জামায়াতের সক্রিয় কর্মী শহিদুল ইসলাম ওরফে শাহেদুল (৩৮) এবং পলাশবাড়ি উপজেলা সদর ইউনিয়নের আমবাড়ি গ্রামের বাসিন্দা শিবিরের (সাথী) সাদ্দাম হোসেন (২২)সহ জেলার বিভিন্ন স্থান থেকে ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত সময়ে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাস, হত্যা, নারী নির্যাতন, মাদক ব্যবসা ও রাহাজানির অভিযোগে মামলা রয়েছে। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।অমিত দাশ/এফএ/এমএস