দেশজুড়ে

৫ লাখ টাকা বাঁচাতে পারে শিশু অর্থের জীবন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের সুমন সরকার ও স্বপ্না সরকার দম্পতির ছেলে অর্থ সরকার। দুই ছেলের মধ্যে সে ছোট। বয়স মাত্র ১৭ মাস। তবে স্বাভাবিক শিশুদের মতো দুরন্ত শৈশব কাটছে না তার।

সাতমাস বয়সে হার্টে ছিদ্র ধরা পড়ে। শিশুটির চিকিৎসা করাতে গিয়ে নগদ টাকা, গয়না, জমিজমা সব হারিয়ে নিঃস্ব হয়েছে পরিবার। টাকার অভাবে এখন বন্ধ হওয়ার উপক্রম চিকিৎসা।

চিকিৎসকরা জানিয়েছেন, অর্থের চিকিৎসায় প্রয়োজন ৪ থেকে ৫ লাখ টাকা। তবে এত টাকার জোগান দেওয়া পরিবারটির পক্ষে অসম্ভব। এ অবস্থায় ভেঙে পড়েছে পরিবারটি।

পারিবারিক সূত্র জানায়, জন্মের পর থেকেই অর্থের জ্বর-ঠান্ডা সারতো না। পরে ফরিদপুরের এক শিশু বিশেষজ্ঞের পরামর্শে ঢাকায় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করালে অর্থের হার্টে ছিদ্র ধরা পড়ে।

আরও পড়ুন: মা কিডনি দিতে প্রস্তুত থাকলেও তানভীরের চিকিৎসায় বাধা টাকা

শিশুটির মা স্বপ্না সরকার জাগো নিউজকে বলেন, ‘আমার ছেলে চিকিৎসার অভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। ছেলেকে এ অবস্থায় আমি আর সহ্য করতে পারছি না।’

অর্থের বাবা সুমন সরকার জাগো নিউজকে বলেন, ‘ডাক্তারের ভিজিট, ওষুধ কেনা, পরীক্ষা করানোর কোনো টাকাই আমাদের কাছে নেই। যা ছিল সব শেষ করে ফেলেছি। চোখের সামনে ফুটফুটে ছেলেটা মৃত্যুর দিকে চলে যাচ্ছে। অথচ চিকিৎসাটা করাতে পারছি না। বাবা হিসেবে এটা যে কতটা কষ্টের তা বলে বোঝাতে পারবো না।’

এ বিষয়ে ময়না ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) বিল্লাল হোসেন জাগো নিউজকে বলেন, শিশুটি বর্তমানে খুবই অসুস্থ। পরিবারের সামর্থ্য নেই তার চিকিৎসা করানোর। সমাজের দানশীল ও বিত্তবানরা এগিয়ে এলে শিশুটিকে বাঁচানো সম্ভব।

বোয়ালমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম বলেন, শিশুটির পরিবার থেকে আমাদের কাছে সাহায্যের আবেদন করা হয়েছে। আবেদনটি ফরিদপুর সমাজসেবা অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এন কে বি নয়ন/এসআর/এএসএম