চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মার্চ) দুপুরে চাঁদপুর-লাকসাম রেলপথের চাঁদপুর শহরের গুণরাজদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় ওই যুবকের মৃত্যু হয়। তার খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্ল্যাহ বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নজরুল ইসলাম আতিক/এসআর/এএসএম