শওকত হাসানকে সভাপতি ও নুরুজ্জামান মিয়া সোহেলকে সাধারণ সম্পাদক করে রাজবাড়ী জেলা যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৪ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজবাড়ী পৌরসভার হলরুমে ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এ ঘোষণা দেন।
এরআগে সকালে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান।
সম্মেলনে জেলা যুবলীগের আহ্বায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিম, সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
রুবেলুর রহমান/এসআর/এমএস