মেহেরপুরের গাংনীতে সেচ পাম্পের বেল্টের আঘাতে আহার আলী (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৫ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহার আলী ওই এলাকার আজিবার মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, আহার আলী বাড়ির পাশে বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে গোসলের সময় পা পিছলে বেল্টের ওপর পড়েন। এতে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এআইকে/আরএইচ/জেআইএম