প্রায় পাঁচ কোটি টাকা বিল বকেয়া থাকায় কুড়িগ্রাম পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)। পৌরসভার জন্মলগ্ন থেকে নিয়মিত বিল পরিশোধ না করায় এত পরিমাণ টাকা বকেয়া দাঁড়িয়েছে বলে জানা গেছে।
নেসকো সূত্রে জানা গেছে, এ পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভার বিদ্যুৎ বিল ৪ কোটি ৮২ লাখ টাকা বকেয়া পড়েছে। লিখিত নোটিশ দেওয়ার পরও বকেয়া পরিশোধের সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়ায় আজ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে বিদ্যুৎবিহীন অফিস চলছে।
রোববার (৫ মার্চ) দুপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেছেন নেসকো কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. আলিমুল ইসলাম সেলিম।
তিনি বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে। মেয়র প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করবেন। চলতি মাসে সব বিলও পরিশোধ করবেন। সেইসঙ্গে বকেয়া যে বিল আছে ধারাবাহিকভাবে পরিশোধ করবেন বলে অঙ্গীকারনামা দিয়েছেন।
এ বিষয়ে কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম বলেন, অনেক টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করেছে নেসকো। এ বকেয়া তো আর দু-এক বছরে পড়েনি। অনেক আগে থেকে জের পড়েছিল। এ বিষয়ে নেসকোর সঙ্গে কথা হয়েছে। কিছু টাকা পরিশোধ করা হবে। আশা করছি, দ্রুত সংযোগ পেয়ে যাবো।
ফজলুল করিম ফারাজী/এমআরআর/জেআইএম