বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার কে? লিওনেল মেসির সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াইটা জিইয়ে আছে যুগ ধরেই। সৌদি প্রো লিগে গিয়েও ‘মেসির যন্ত্রণা’ থেকে রেহাই পেলেন না পর্তুগিজ যুবরাজ।
শুক্রবার তলানির দল আল বাতিনের বিপক্ষে ৯২ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল রোনালদোর আল নাসর। শেষ পর্যন্ত অবশ্য দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে তারা। জিতেছে ৩-১ ব্যবধানে। তবে রোনালদো গোল পাননি।
এই ম্যাচের পর ড্রেসিংরুমে ফেরার পথে টানেলে এক কিশোর সমর্থক রোনালদোকে উদ্দেশ্য করে বলেন, ‘মেসি এর চেয়ে অনেক ভালো।’
Bro is pissed after 3-1 win never a team player pic.twitter.com/vf4CTZFqnB
এতটাই কাছে ছিলেন সমর্থক, রোনালদোর কানে সেই কথা ভালোভাবেই পৌঁছানোর কথা। যদিও সমর্থকের ওই টিপ্পনী কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী তারা।
প্রসঙ্গ ঘুরিয়ে রোনালদোকে একটু কড়া গলায় বলতে শোনা যায়, ‘এটা খুব সহজ একটি ম্যাচ। অবশ্যই এটা খুবই সহজ একটি ম্যাচ।’
কয়েকটি গণমাধ্যমে আবার এসেছে, সিআরসেভেন নাকি ওই কিশোরকে বলেছেন, ‘তাহলে মেসির খেলা দেখলেই পারো!’ যদিও এমন কথা পরিষ্কার শোনা যায়নি। তবে রোনালদো যে সমর্থকের আচরণে কিছুটা বিরক্ত ছিলেন, সেটা তার চেহারাতেই বোঝা গেছে।
সূত্র: মার্কা
এমএমআর/জিকেএস