টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির প্রায় অর্ধশত চেয়ারম্যান প্রার্থী প্রতিশ্রুতির ঝুলি নিয়ে ঘুরচ্ছেন ভোটারদের দারে দারে। কাক ডাকা ভোর হতে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা চালাচ্ছেন জনসংযোগ। আউশনারা ইউনিয়ন:আওয়ামী লীগের প্রার্থিতা লাভে পদচারণা চালাচ্ছেন উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক অধ্যাপক আ.আজিজ, অধ্যক্ষ কামরুজ্জামান জুয়েল, ইউনিয়ন আ.লীগ সম্পাদক গোলাম মোস্তফা, কৃষকলীগ নেতা সুরুজ্জামান মুন্সি, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলী আকবরের নাম শোনা যাচ্ছে। বিএনপির এম রতন হায়দার, আজাহার আলী ও মো.নূরুর ইসলাম দলীয় প্রার্থী হতে আগ্রহী।মহিষমারা ইউনিয়ন : নবগঠিত মহিষমারা ইউনিয়নে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আ.লীগের সহ-সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন এবং যুবলীগ নেতা মো.আব্দুস সালাম সেন্টু। বিএনপির প্রার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আব্দুস সালাম খান। তবে এ ইউনিয়নে আ.লীগের বর্তমান ইউপি চেয়ারম্যান উপজেলা আ.লীগের সহ-সভাপতি কাজী আব্দুল মোতালেব এবং বিএনপির ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আব্দুস সালাম খান মনোনয়ন পেতে পারেন বলে ধারণা পাওয়া গেছে।কুড়ালিয়া ইউনিয়ন : নবগঠিত কুড়ালিয়া ইউনিয়নে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আ.লীগের সদস্য মো.আব্দুল মান্নান, ছাত্রলীগের সাংগঠনিক সদস্য মঞ্জুরুল হাসান, আ.লীগ নেতা রওশন। বিএনপির সাবেক চেয়ারম্যান মো. নাসির উদ্দিন।আলোকদিয়া ইউনিয়ন: আলোকদিয়া ইউনিয়নে আ.লীগের ৪ জন এবং বিএনপির ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী। এরা হলেন- আ.লীগের বর্তমান চেয়ারম্যান সাবেক প্রধান শিক্ষক মো. কোরবান আলী বি.এস.সি, সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান তালুকদার, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক আবু সাইদ তালুকদার (দুলাল), যুবলীগ নেতা ও উপজেলা আ.লীগের যুব বিষয়ক সম্পাদক মো. আবু সাইদ খান সিদ্দিক। বিএনপির সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, দুলাল মেম্বার, আকতারুজ্জামান । গোলাবাড়ী ইউনিয়ন : গোলাবাড়ী ইউনিয়নে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু ও বিএনপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আ.মান্নান বিএনপির সম্ভাব্য দলীয় প্রার্থী।অরণখোলা ইউনিয়ন : এ ইউনিয়নে আ.লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন উপজেলা আ.লীগ সদস্য আক্তার হোসেন সরকার, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো. হাসান ইমাম মিন্টু, সাবেক চেয়ারম্যান উপজেলা আ.লীগ নেতা বেনেডিক্ট মাংসাং, এম এ মজিদ সরকার এবং যুবলীগ নেতা মো. আব্দুর রহিম। বিএনপির বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, মো. লস্কর আলী মেম্বার।বেরীবাইদ ইউনিয়ন : আ.লীগের সম্ভাব্য প্রার্থী মো. জুলহাস উদ্দিন মেম্বার, মজিবর রহমান মাস্টার, আব্দুল কাদের মেম্বার ও বিএনপি’র সম্ভাব্য প্রার্থী উপজেলা বিএনপি নেতা মো. কাবিল উদ্দিন মেম্বার, মঞ্জরুল ইসলাম মেম্বার।কুড়াগাছা ইউনিয়ন : উপজেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক পাটুয়ারী, সাবেক ইউপি সদস্য আজহারুল ইসলাম রাজু, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, কুড়াগাছা ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, আ.লীগ নেতা হযরত আলী ও বিএনপির শাহ আব্দুল ছালাম মেম্বার ও ওবায়দুলাহ মাস্টার। শোলাকুড়ি ইউনিয়ন : উপজেলা আ.লীগের সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ওয়ার্ড আ.লীগ নেতা ইউপি সদস্য আদিবাসী রঞ্জিত নকরেক ও বিএনপির অ্যাডভোকেট শাহাজানান কবির, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের নাম শোনা যাচ্ছে।ফুলবাগচালা ইউনিয়ন: উপজেলা আ.লীগের তথ্য সম্পাদক রেজাউল করিম বেনু , সদস্য জামাল উদ্দিন আহমেদ ওরফে জামাল মিলিটারী, ইউনিয়ন আ.লীগ নেতা লুটিস দিও এবং বিএনপির মুক্তার হোসেন, জামায়াতের বোরহানুল ইসলাম, স্বতন্ত্র ইব্রাহিম খলিলুল্লাহ ও হাসর আলী সম্ভাব্য প্রার্থী।মির্জাবাড়ী ইউনিয়ন: এ ইউনিয়নে উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান সাদিকুল ইসলাম ছাড়াও সম্ভাব্য প্রার্থী প্রভাষক শাহজাহান তালুকদার। বিএনপির সম্ভাব্য একক প্রার্থী যুবদল নেতা হারুন শিকদার এর নাম শোনা যাচ্ছে।এসএস/পিআর