আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। এ আসরের জন্য ইতোমধ্যেই অংশগ্রহণকারী দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা করেছে। তবে চাইলে বিশ্বকাপ শুরু আগের দিন পর্যন্ত এই স্কোয়াড পরিবর্তন করা যাবে। আর তাই পাকিস্তান দলের সকল খেলোয়াড়কে সতর্ক করে দিয়ে অধিনায়ক শহিদ আফ্রিদি বলেন পারফরমেন্সের উন্নতি না করতে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ দেয়া হবে। তবে এবার তারই পাকিস্তান দলে থাকা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদে। পাকিস্তানের ‘আজ’ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বড়ে মিয়াঁ বলেছেন, ‘আপনি কীভাবে এমন একজন খেলোয়াড়কে দলে রাখেন যার ব্যাপারে কারও কোনো ধারণা নেই, সে পারফর্ম করবে কি না? দলে আফ্রিদি জায়গা রাখার যোগ্যতা হারিয়েছে বেশ কয়েক বছর আগেই।’এরপরই আফ্রিদিকে দলে নেওয়ায় নির্বাচকদের ধুয়ে দিলেন, ‘আপনি কীভাবে ভালো করার আশা করেন যখন নির্ভর করতে পারেন না এমন ক্রিকেটারকে বছরের পর বছর খেলিয়ে যাচ্ছেন। সে আবার অধিনায়ক! এই নির্বাচক কমিটি আর বাজে পারফর্ম করা খেলোয়াড়দের বাদ দিতে হবে।’ এ ব্যাপারে মিয়াঁদাদ সম্ভবত সাংবাদিকদেরও ভূমিকা চান। সেই ইঙ্গিত দিয়ে বললেন, ‘ইদানীং তো মিডিয়ার প্রভাবে খেলোয়াড়দের দলে নেওয়া, বাদ দেওয়া হচ্ছে।’এমআর/পিআর