খেলাধুলা

আকাশ থেকে মাটিতে পড়লো লিভারপুল, জিতলো চেলসি

আগের ম্যাচেই ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিলো লিভারপুল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লিভারপুলের এই বিশাল জয়ে যখন হইচই চলছিলো, তখন যেন পুরোপুরি আকাশ থেকে পতন হলো অল রেডদের। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পয়েন্ট টেবিলের পেছনের দিকের দল এফসি বোর্নমাউথের কাছে ১-০ গোলে হেরে গেলো ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

৭-০ গোলের বিশাল জয়ের পর বোর্নমাউথের মত দলের কাছে হার- লিভারপুলের এমন উত্থান-পতন এবারের পুরো মৌসুমজুড়েই চলছে। যে কারণে পয়েন্ট টেবিলেও তাদের অবস্থান ৫ নম্বরে। ২৬ ম্যাচে তাদের অর্জন ৪২ পয়েন্ট। আগামীবার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হলে পয়েন্ট টেবিলের সেরা চারে থাকতে হবে। কিন্তু বোর্নমাউথের মত দলের কাছেও যখন হেরে যায়, তখন চ্যাম্পিয়ন্স লিগের আশা করাটাই বোকামি লিভারপুলের জন্য।

লিভারপুল হারলেও জয় পেয়েছে চেলসি। এবারের মৌসুমে লিভারপুলের চেয়েও খারাপ অবস্থা চেলসির। ২৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের ১০ম স্থানে। যদিও শনিবার রাতে লেস্টার সিটির মাঠে গিয়ে ৩-১ ব্যবধানে জয় নিয়ে ফিরেছে তারা।

লিভারপুলের দুর্ভাগ্যেই বলতে হবে। কারণ, দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েছিলো অলরেডরা। স্পট কিক নিতে যান মোহাম্মদ সালাহ। কিন্তু সেই শটটি তিনি মিস করেন। তার আগেই প্রথমার্ধে, ম্যাচের ২৮তম মিনিটে ফিলিপ বিলিংয়ের গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। যে গোলটিই হয়ে যায় শেষ পর্যন্ত জয়-পরাজয় নির্ধারক।

লেস্টার সিটির বিপক্ষে ম্যাচের ১১তম মিনিটে গোলের সূচনা করেন চেলসির বেন চিলওয়েল। ৩৯তম মিনিটে গোলটি শোধ করে দেন লেস্টার সিটির প্যাস্টন ডাকা। প্রথমার্ধের ইনজুরি সময়ে (৪৫+৬) চেলসির হয়ে দ্বিতীয় গোল করেন জার্মান তারকা কাই হাভার্টজ। ৭৮ মিনিটে গোল করে চেলসিকে ৩-১ গোলের জয় এনে দেন মাতেও কোভাচিস।

আইএইচএস/