আন্তর্জাতিক

জাপানে কর্মক্ষেত্রে এক-তৃতীয়াংশ নারী যৌন হয়রানির শিকার

জাপানের এক-তৃতীয়াংশ কর্মজীবী নারী কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হন। এসব নারীর দুই তৃতীংশই হয়রানির শিকার হলেও একেবারেই নীরব থাকেন। জাপানের স্বাস্থ্য, শ্রম এবং কল্যাণ মন্ত্রণালয়ের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। অর্থনীতিবিদরা বলছেন, জাপানের শিক্ষিত এবং বেকার নারীদের যথাযথ ব্যবহার করা হলে দেশটির যে শ্রমিক সংকট রয়েছে তা অনেকাংশেই কেটে যাবে। কিন্তু এ জরিপের পর অনেকে দেশটিতে কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।  বর্তমানে খণ্ডকালীন ও স্থায়ী চাকরি করছেন বা আগে করেছেন এমন নারীদের ওপর মন্ত্রণালয় ওই জরিপ পরিচালনা করেছে। ২৫ থেকে ৪০ বছর বয়সী অন্তত ১০ হাজার নারী জরিপে অংশ নেয়।গত বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরের তিন সপ্তাহে এ জরিপ চালানো হয়। এতে অংশ নেওয়া ৩০ শতাংশ নারী কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হয়েছেন বলে জানান। তবে এর পরিমাণ আরো বেশি স্থায়ী কর্মজীবী নারীদের ক্ষেত্রে (৩৫ শতাংশ)। এছাড়া ৩৮ শতাংশ নারীকে নিয়ে কর্মক্ষেত্রে মন্তব্যের ক্ষেত্রে যৌনতার দিকে ইঙ্গিত করা হয়েছে বলে জরিপে উঠে এসেছে। এদের মধ্যে ৬৩ শতাংশ নারী এসব বিষয় নিয়ে একেবারেই নীরব থেকেছে। এছাড়া প্রতি দশজনে একজন এ বিষয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস।এসআইএস/এমএস