চট্টগ্রামের সীতাকুণ্ডে বারৈয়ারঢালা ইউনিয়নের প্রতিপক্ষের হামলায় আহত রবিউল হোসেনের (২৯) মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি বারৈয়াঢালা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ইসলাম গ্রুপ ও হারুণ গ্রুপের মধ্যে সংর্ঘষের জের ধরে প্রতিপক্ষের লোকজন রবিউল হোসেনের উপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। জানা গেছে, নিহত রবিউল হোসেন স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা রেহান উদ্দিনের সমর্থক ছিলেন। তবে বিষয়টি অস্বীকার করে চেয়ারম্যান রেহান উদ্দিন বলেন, কয়েকদিন আগে এলাকার লোকজনের হামলায় স্থানীয় এক সিএনজি চালক আহত হয়েছে বলে শুনে ছিলাম। গতকাল রাতে হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলেও শুনেছি। তবে তিনি আমার দলের কেউ না।সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হাসান জানান, কয়েকদিন আগে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তি রবিউল চমেক হাসপাতালে মারা গেছেন। তবে কেউ এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেনি। তাই বিস্তারিত বলতে পারছি না।জীবন মুছা/এসকেডি/আরআইপি