হারপিক ও হ্যান্ড ওয়াস, ডিস ওয়াশ ও টয়লেট ক্লিনার পণ্য অবৈধভাবে তৈরি করার অপরাধে ব্রাদার্স কেমিস্ট্রিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির অবৈধ মালামাল জব্দ করেছে বিএসটিআই।
রোববার (১২ মার্চ) ঢাকা মহানগরীর লালবাগ এলাকায় ওই প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সোমবার (১৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক হারপিক ও হ্যান্ড ওয়াস, ডিস ওয়াশ ও টয়লেট ক্লিনার পণ্য অবৈধভাবে তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধে কাজী রিয়াজ উদ্দিন রোডে ব্রাদার্স কেমিস্ট্রিকে এক লাখ টাকা জরিমানা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে পণ্যের মোড়কজাত সনদ না থাকায় আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও প্রায় ৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।
ওই মোবাইল কোর্ট বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে পরিচালিত হয়েছে।
এনএইচ/এমআইএইচএস/এমএস