রাজধানীর কদমতলীর একটি বাসায় প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে কথা কাটাকাটির জেরে সালেহা আক্তার (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়েছেন। সোমবার (১৩ মার্চ) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর ভাই কামাল হোসেন বলেন, দেড় বছর আগে মালয়েশিয়া প্রবাসী মেহেদী হাসানের সঙ্গে আমার বোনের বিয়ে হয়। আজ আমার বোনের বাইরে এক জায়গায় বেড়াতে যাওয়ার কথা ছিল। এ নিয়ে তার স্বামীর সঙ্গে মোবাইলে কথা কাটাকাটি হয়।
আরও পড়ুন: হানিফ ফ্লাইওভারে পিকআপের ধাক্কায় যুবক নিহত
এক পর্যায়ে অভিমানে নিজের ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে সে ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলায়। বাবার নাম শামসুল ইসলাম। কদমতলীর শাহী মসজিদ এলাকার জুয়েল সাহেবের বাসায় ভাড়া থাকতো আমার বোন।
আরও পড়ুন: বান্দরবানে কেএনএ’র গুলিতে সেনাসদস্য নিহত
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো, বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
কাজী আল-আমিন/বিএ/এমএস