হানিফ ফ্লাইওভারে পিকআপের ধাক্কায় যুবক নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৫ এএম, ১৩ মার্চ ২০২৩
মেয়র হানিফ ফ্লাইওভার/ফাইল ছবি

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে পিকআপের ধাক্কায় মো. শাহাবুদ্দিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ মার্চ) ভোরের দিকে ঘটে এই দুর্ঘটনা।

নিহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া এলিট সিকিউরিটি সার্ভিস লিমিটেডের মো. সুলতান আহমেদ জানান, ফ্লাইওভারের টোলবক্স এলাকায় পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয়ে পড়ে ছিলেন শাহাবুদ্দিন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মাইক্রোবাস উল্টে আগুন, দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু

নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার রাম বেলিতে বলে জানান সুলতান আহমেদ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

কাজী আল আমিন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।