দেশজুড়ে

প্রকাশ্যে দুর্বৃত্তের হামলা, বড়ভাই নিহত ছোটভাই মুমূর্ষু

নাটোরের গুরুদাসপুরে পূর্ব শত্রুতার জেরে হেলাল সরদার (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে নিহতের ছোটভাই শিশির সরদারকে (২৩)।

মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টায় উপজেলা পৌর সদরের চাঁচকৈড় বাজারের ট্রাঙ্ক-লরি ক্যাভার্ডভ্যান শ্রমিক অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত হেলাল সরদার খামার নাচকৈড় মহল্লার মৃত সাখাওয়াত সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই অফিসের সামনে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হেলাল সরদার ও তার ছোটভাই শিশির সরদারের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হেলাল সরদারকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এ সময় গুরুতর আহত অবস্থায় শিশিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সঞ্চিতা রানী ও ডা. স্নিগ্ধা আক্তার জানান, নিহত হেলালের ঘাড়ে একটি এবং গলায় ৫টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও শিশিরের হাঁটুতে ৩টি ও পিঠে ৬ সেন্টিমিটার গভীর একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যেটা ফুসফুস পর্যন্ত পৌঁছে গেছে। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, ঘটনাস্থল থেকে চাঁচকৈড় বাজার এলাকার জিল্লুর জামাদারের ছেলে মো. তোহা জামাদারকে (১৯) গ্রেফতার করা হয়েছে। মরদেহ সুরতহাল প্রতিবেদনের জন্য নাটোরে পাঠানোর প্রস্তুতি চলছে।

রেজাউল করিম রেজা/এফএ/এএসএম