সন্তান প্রসবের জন্য তিনদিন আগে অন্তঃসত্ত্বা স্ত্রীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলেন জাহিদ হাসান আকাশ। কয়দিন ধরে স্ত্রীর কাছেই ছিলেন তিনি। এর মাঝে মৌমাছির কামড়ে হাসপাতালেই তার মৃত্যু হয়।
এদিকে, স্বামীর মৃত্যুর খবরে জাহিদের স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১৪ মার্চ) ভোরে যশোরের ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটনাটি ঘটে। নিহত জাহিদ হাসান আকাশ (২৫) ঝিকরগাছার পায়রাডাঙ্গা গ্রামের জাকির হোসেনের ছেলে।
জাহিদের ছোট ভাই রাহুল হোসেন বলেন, ভাই সন্তানসম্ভবা স্ত্রীকে দেখভালের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলেন। ভোরে হাসপাতালের ভেতরে কয়েকটি মৌমাছির কামড়ে তিনি গুরুতর অসুস্থ বলে খবর পেয়ে গিয়ে দেখি অবস্থা খারাপ। জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাহুল আরও বলেন, মৌমাছি ভাবিকেও কামড়িয়েছিল। ভাবি এখন সুস্থ আছে। মৌমাছির কামড়ের পর ভাই স্ট্রোক করে মারা যায়।
অন্যদিকে, আজই আকাশের স্ত্রী পিংকির সিজারিয়ান অপারেশন হওয়ার কথা ছিল। স্বামীকে হারিয়ে স্তব্ধ হয়ে পড়েছেন তিনি।
শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদুল আলম বলেন, ভোর পাঁচটার দিকে আকাশ গুরুতর অসুস্থ হলে সেবিকারা কর্তব্যরত ডাক্তারকে জানান। কিন্তু তখন রোগীর অবস্থা খুব খারাপ ছিল এবং কেউ বলতে পারেননি কিসে কামড়িয়েছে। তখনই তিনি মারা যান।
মো. জামাল হোসেন/এমআরআর/এমএস