৭ মার্চ বিকেলে রাজধানীর গুলিস্তানে সিদ্দিকবাজারে ‘ক্যাফে কুইন’ ভবনে বিস্ফোরণ হয়। এরপর থেকে ভবনটির আশপাশের প্রায় ১৫টি দোকান বন্ধ থাকে। এসময় প্রতিটি দোকানেরই ক্ষতি হয়েছে ২-৩ লাখ টাকা করে। এক সপ্তাহ বন্ধ থাকার পর আজ সকালে খুলে দেওয়া হয়েছে কয়েকটি দোকান। কিন্তু বিকেল নাগাদ একজন ক্রেতার দেখা মেলেনি দোকানগুলোতে।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে দোকানের বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। তবে দোকানের কোনোটাতে এখনো দেওয়া হয়নি বিদ্যুৎ সংযোগ।
আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত ভবন ব্যবহারে রাজউকের ৫ সুপারিশ
সোনালী স্যানিটারি মার্টের বিক্রয়কর্মী মো. ইব্রাহীম জাগো নিউজকে বলেন, এক সপ্তাহ পর দোকান খুললাম। আরও এক সপ্তাহ লাগবে আগের মতো বেচাকেনা শুরু হতে। সকাল থেকে দোকান খুললেও বিকেল ৫টা নাগাদ একজন ক্রেতাও দোকানে আসেননি।
সেই দিনের ভয়াবহ বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, তখন বিকট শব্দ হলো, বের হয়ে শুধু ধোঁয়া দেখেছি। আর দেখলাম কয়েকটা লাশ পড়ে আছে।
চৌধুরী এন্টারপ্রাইজের বিক্রয়কর্মী সুজন জাগো নিউজকে বলেন, দোকানে এখনো বিদ্যুতের লাইন দেওয়া হয়নি। দোকান খুললেও সকাল থেকে নেই কোনো ক্রেতা।
আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণ: ভবন মালিকসহ গ্রেফতার ৩
৭ মার্চ বিকেলে সিদ্দিকবাজারে ‘ক্যাফে কুইন’ নামে সাততলা ভবনের নিচতলায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে এখন পর্যন্ত প্রাণ হারান ২৪ জন। আরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আর ভবনের ২৪টি কলামের মধ্যে ক্ষতিগ্রস্ত হয় ৯টি। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চার-পাঁচটি কলাম। ফলে মানুষের নিরাপত্তার স্বার্থে সেদিন থেকেই বন্ধ থাকে ভবনের সামনের রাস্তা। পরে আজ মঙ্গলবার সকালে থেকে ভবনটির সামনের সড়ক খুলে দেওয়া হয়। তবে ভবনটি ব্যবহার বন্ধ রয়েছে।
আরএসএম/জেডএইচ/এএসএম