নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ মার্চ) দিনগত রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে উপজেলার সদর রোড এলাকার টিনশেড ঘরটি পুরোপুরি ভস্মীভূত হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা স্থানীয় সংসদ সদস্যের প্রতি ঈর্ষান্বিত হয়ে দলীয় কার্যালয়টিতে অগ্নিসংযোগ করে। ফলে ভেতরে থাকা চেয়ার-টেবিলসহ দলীয় নেতাদের ছবি পুড়ে যায়।
শিবপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ হেলাল উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ জহিরুল হক ভুইয়া মোহন বলেন, দীর্ঘদিন ধরেই কার্যালয়টি উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন ছাড়াও আমার ব্যক্তিগত অফিস হিসেবে ব্যবহার করে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছি। একটি পক্ষ দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই কার্যালয়টিতে অগ্নিসংযোগ করেছে বলে ধারণা করছি।
তিনি বলেন, দুঃখের বিষয় হলো জাতির পিতাসহ আমাদের নেত্রীর ছবি ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে বিচারের আইনেরা আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।
সঞ্জিত সাহা/এমআরআর/এএসএম