ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রধারী ও বেতনভুক্ত কোনো রাজাকার নেই বলে পুলিশের দেয়া এক প্রতিবেদনের প্রতিবাদে আখাউড়ায় সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা। বুধবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে স্থানীয় পৌর মুক্তমঞ্চে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।আখাউড়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু সাঈদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা দারুল ইসলাম, মমিনুল হক মিন্টু, সফিকুল ইসলাম মাসুক, রফিকুল হক খাদেম প্রমুখ।সমাবেশে বক্তারা পুলিশের দেয়া প্রতিবেদন ঘৃণাভরে প্রত্যাখ্যান করে প্রশাসনে স্বাধীনতা বিরোধীদের ভূত রয়েছে বলে অভিযোগ করে বলেন, প্রশাসনের যেসব লোকজন এই তালিকা তৈরি করেছে অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে এবং একই সঙ্গে নতুন করে সঠিক তালিকা তৈরি করতে হবে। অন্যথায় মুক্তিযোদ্ধারা কঠোর আন্দোলন গড়ে তুলবে।উল্লেখ্য, অস্ত্রধারী ও বেতনভুক্ত রাজাকারদের তথ্য চেয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এরই প্রেক্ষিতে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকের কাছে তথ্য চাইলে জেলা প্রশাসক সংশ্লিষ্ট থানা থেকে এ সংক্রান্ত তথ্য নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তারদের নির্দেশ দেন। তবে থানা পুলিশ তদন্ত করে আখাউড়াসহ বেশ কয়েকটি উপজেলায় এ সংক্রান্ত শূন্য প্রতিবেদন জমা দেয়।আজিজুল আলম সঞ্চয়/এমএএস/এমএস