খেলাধুলা

বোল্টের রেকর্ড ভেঙে দিলেন গ্যাটলিন!

৯.৫৮ সেকেন্ডের রেকর্ডটা কি সত্যি সত্যিই কেউ ভাঙতে পারবেন! ২০০৯ সালে উসাইন বোল্টের গড়া ৯.৫৮ সেকেন্ডের এই রেকর্ডটিকে ভাঙতে পারবেন না বলেই সবাই ভেবে নিয়েছিলেন। অথচে সেই রেকর্ডটাই কি-না ভেঙে দিলেন বোল্টের প্রধান শত্রু জাস্টিন গ্যাটলিন!আসল কথা হলো, বোল্টকে হারাতে পারলে কার না তৃপ্তি হয়? আর সেই হারানোটা যদি ১০০ মিটারে রেকর্ড ভেঙে হয়, তাহলে তো কথাই নেই। জাস্টিন গ্যাটলিনও সেই তৃপ্তি চেটেপুটে উপভোগ করলেন; কিন্তু, গ্যাটলিনের জন্য দুঃখের বিষয় হলো, অফিসিয়াল রেকর্ডের খাতায় উঠবে না তার এই কৃতিত্ব।তবে গ্যাটলিনের এই দৌড় নাই বা হলো বিশ্ব চ্যাম্পিয়নশিপে, নাই বা হলো অলিম্পিকে। হলোই বা সেই দৌড় জাপানের টেলিভিশন শো-তে। এসবে কীই বা এসে যায়? বোল্টের থেকে কম সময়ে ১০০ মিটার দৌড়েছেন, এটাই বেশি তৃপ্তির। জাপানের টিভি শো ‘কাসুপে’-তে উইন্ড মেশিনের সাহায্য পাওয়ায় ৯.৪৫ সেকেন্ডেই দৌড় শেষ করেন গ্যাটলিন!২০০৯ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বোল্ট ১০০ মিটার দৌড়েছিলেন ৯.৫৮ সেকেন্ডে। এটি বিশ্বের দ্রুততম মানুষের সেরা সময়। ১০০ মিটারে বিশ্ব রেকর্ডও বটে। রিও অলিম্পিকের আগে বোল্টের থেকে কম সময়ে দৌড়ে খুব খুশি গ্যাটলিন। যদিও তার এই রেকর্ড অফিসিয়ালি স্বীকৃত নয়।স্টার্টিং ব্লকে লাগানো ছিল বড় আকারের পাখা। যে ট্র্যাক দিয়ে গ্যাটলিন দৌড়েছেন, তারও দু’দিকে ছিল ছোট ছোট পাখা লাগানো। হাওয়ার অনুকূলে ছুটেই অত কম সময়ে দৌড় শেষ করেছেন গ্যাটলিন। তবে রিও-তে তিনিই যে পারেন বোল্টকে চ্যালেঞ্জ জানাতে, তাও হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন।গ্যাটলিনের নিজেরও সেরা সময় ৯.৭৪ সেকেন্ড। টেলিভিশনের এই গেম শো’য় এত কম সময়ে দৌড়নোর পর গ্যাটলিন বলেছেন, ‘রিওতে আমিই জিতব। ১০০ মিটারে সোনার পদকটা এবার আমেরিকাতে ফিরিয়ে আনবই। তারপর সারা পৃথিবীতে ঘুরব, ওটা গলায় পরে।’আইএইচএস/বিএ