ক্যাম্পাস

রাজশাহীতে হচ্ছে ‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো’

রাজশাহীতে দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো’ অনুষ্ঠিত হচ্ছে। আসছে ১৮ মার্চ উপশহরের প্রজেক্ট হেডওয়ের কার্যালয়ে এক্সপোতে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিবেন।

উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা ইভেন্টটিতে অংশগ্রহণ করতে পারবেন। এক্সপোটি বেলা ১১টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।

যে সব শিক্ষার্থী কাঙ্ক্ষিত বিষয়ে পড়াশোনা করতে চাযন এবং বিদেশে নিরাপদ ভবিষ্যত কর্মজীবন গড়তে চাযর তারা ‘পিএফইসি গ্লোবাল: ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো’-তে অংশ নিতে পারেন। সেখানে তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৃত্তি ও ইন্টার্নশিপের সুবিধা নিয়ে আলোচনা করতে পারবে।

আরএইচ/জেআইএম