জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে কৃষি মন্ত্রণালয়।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) অডিটোরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও ১০৩টি বেলুন উড়িয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে কৃষিসচিব ওয়াহিদা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং শিশু-কিশোরদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
কৃষিসচিব ওয়াহিদা আক্তার বলেন, বঙ্গবন্ধুকে যারা ভালোবাসেন তারা যেন দেশের শ্রমিক, মজুর ও কৃষককে ভালোবাসেন। এসময় বঙ্গবন্ধুকে সঠিকভাবে জানার জন্য বঙ্গবন্ধু রচিত তিনটি গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ সবাইকে পড়ার ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে গ্রন্থগুলো তুলে ধরার আহ্বান জানান কৃষিসচিব।
আলোচনা সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মো. মাহবুবুল হক পাটওয়ারীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। এসময় কৃষি মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এনএইচ/এমএএইচ/এএসএম