দেশজুড়ে

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় নারী-পুরুষের মৃত্যু

নরসিংদীর পলাশ উপজেলায় পৃথক ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী (৩৯) ও এক পুরুষ (৩৫) নিহত হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) উপজেলার ঘোড়াশাল স্টেশন এলাকার রেললাইনের নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী এবং জিনারদীর সাতটিকা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় পুরুষের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল রেলস্টেশন থেকে রেললাইন ধরে হেঁটে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন এক নারী। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, জিনারদীর সাতটিকা এলাকার রেললাইনের পাশ থেকে এক পুরুষের ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পুলিশের ধারণা, শুক্রবার দিনগত রাত ১২টা থেকে আজ শনিবার বেলা সাড়ে ১১টার মধ্যে ট্রেনের কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা মরদেহ পড়ে থাকার খবর রেলওয়ে পুলিশকে জানালে তারা মরদেহ উদ্ধার করেন। তবে স্থানীয় কেউ তাদের পরিচয় শনাক্ত করতে পারেননি।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটির সুরতহাল করা হয়েছে। তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। পিবিআইকে জানানো হয়েছে। তারা মরদেহ দুটির পরিচয় শনাক্তে কাজ করবে।

সঞ্জিত সাহা/এমআরআর/এএসএম