দেশজুড়ে

মাটি কাটা নিয়ে বিতণ্ডা, প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

মাটি কাটা নিয়ে বিতণ্ডা, প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

সিলেটে মাটি কাটা নিয়ে বিতণ্ডার জেরে প্রতিপক্ষের হামলায় আশিক মিয়া (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৯ মার্চ) সকালে শহরের শাহপরাণ এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের একটি দল কাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে জমির মাটি কাটা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা হয় আশিকের। একপর্যায়ে মাটি কাটার মেশিন দিয়ে আশিকের বুকে আঘাত করা হয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছামির মাহমুদ/আরএইচ/এএসএম

Advertisement