রাজনীতি

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দলটির সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনীত করা হয়েছে। রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার উপর অর্পিত ক্ষমতাবলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে আওয়ামী লীগ-এর সংসদীয় বোর্ডের সদস্য পদে মনোনয়ন প্রদান করেছেন।

বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাংলাদেশের প্রথম সারির একজন শিল্পপতি। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য এবং সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী।

রাজনৈতিক অঙ্গনে তিনি দেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী পদ প্রেসিডিয়াম সদস্য।

আরও পড়ুন: সিআরবি ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো: ইঞ্জিনিয়ার মোশাররফ

তার নির্বাচনী আসন চট্টগ্রাম-১ (মীরসরাই)। তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পরিবহন এবং পরে গৃহায়ণ ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িক্ত পালন করেন।

১৯৭১ সালের বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে উল্লেখযোগ্য অবদান রাখেন তিনি। তিনি ২০১৯ সালের ৬ জানুয়ারি পর্যন্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এসইউজে/এমএইচআর