প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সনজিত চন্দ্র দাস।
তাকে এই নিয়োগ দিয়ে মঙ্গলবার (২১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সনজিতকে এ পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সরকারি বেতন কাঠামোর নবম গ্রেডের সর্বোচ্চ স্কেল অর্থাৎ ৫৩ হাজার ৬০ টাকা মূল বেতনে এ নিয়োগ পেলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরএমএম/এমকেআর/জেআইএম