দেশজুড়ে

দুধ বিক্রি করতে বেরিয়ে নিহত, একদিন পর লাশ উদ্ধার

দুধ বিক্রি করতে বেরিয়ে ফরিদপুর শহরে আসার পথে নিহত হয়েছেন এক দুধ বিক্রেতা। ঘটনার একদিন পরে রাস্তার পাশে পড়ে থাকা তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ধারণা করছে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।

Advertisement

নিহত ওই দুধ বিক্রেতার নাম মালেক পাল (৭০)। তিনি শহরের চরমধ্য টেপাখোলার আলেপ পালের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১০টার দিকে দুধ নিয়ে বাইসাইকেলে করে ফরিদপুর শহরের দিকে রওনা হন মালেক পাল। তারপর আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় শুক্রবার (২৪ মার্চ) সকালে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

আরও পড়ুন: মাদক মামলার আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ

Advertisement

এর সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীবাস গাইন বলেন, শুক্রবার দুপুর আড়াইটার দিকে বেড়িবাঁধের মেরিন একাডেমি-স্লুইস গেট সড়কের একটি বাড়ির পেছনে রাস্তার ঢাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তার সাইকেলটিও উদ্ধার করা হয়েছে।

এসআই আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ,সড়ক দুর্ঘটনায় মালেক পালের মৃত্যু হয়েছে। তবে কারো কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এন কে বি নয়ন/জেডএইচ/

Advertisement