মাদক মামলার আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ

রাজধানীর তুরাগ থানাধীন ফুলবাড়িয়ায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য। তার নাম মো. শাহিনুর রহমান (৪৫)। তিনি তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই)।
তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে ঘটে এই ঘটনা।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মওদুদ হাওলাদার বলেন, ফুলবাড়িয়া এলাকার একটি বাসায় মাদক মামলার আসামি আব্দুর রশিদকে গ্রেফতার করতে যান এসআই শাহিনুর। এসময় আসামির ছুরিকাঘাতে আহত হন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে ঢামেকে আনা হয়।
আরও পড়ুন: ৭৭৪ জনের নিরাপত্তায় ‘ক্লান্ত’ এক পুলিশ
ওসি জানান, এসআই শাহিনুরের বুক এবং পেটের মাঝামাঝি স্থানে আঘাত লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে আসামি রশিদের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তুরাগ থানার ওসি।
কাজী আল আমিন/জেডএইচ/